করোনায় মৃত্যুপুরী ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে!
নভেল করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালি। করোনার প্রভাবে দেশটি প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রাণচাঞ্চল্য ইতালি যেন আজ মৃত্যুনগরী।মানুষের কলরবে যেখানে শহরের রাস্তা গুলো প্রাণচাঞ্চল্যে ভরপুর থাকতো। সেই শহর আজ নিরব, নিস্তব্ধ,জনশুণ্য,যেন কোথাও কেউ নেই। ব্যস্ততম শহরের রাস্তায় আজ লাশের সারি।গত ২৪ ঘণ্টায় করোনায় দেশটিতে মারা গেছে ৮৮৯ জন। এনিয়ে ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।
শনিবার (২৮ মার্চ) দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭৪ জন। ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯২ হাজার ৪৭২ ও মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৩২। (২৮ মার্চ) ইতালি নাগরিক সূরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানিয়েছেন।
এছাড়াও শনিবার ১ হাজার ৪৩৪ জন করোনা রোগী চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতালিতে এ পর্যন্ত ১৩ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।করনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো ইতালি জুড়ে জরুরী অবস্থার সময় বাড়ানো হয়েছে আরও ১৮ এপ্রিল পর্যন্ত। করোনা ঠেকাতে দেশটির প্রধানমন্ত্রী জুসেফ কন্তে চলতি মাসের ১০ তারিখ থেকে ৩ এপ্রিল পর্যন্ত পুরো ইতালিতে জরুরী অবস্থা জারি করেন।
এদিকে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় জরুরী অবস্থার সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। জরুরী অবস্থা চলাকালীন সময়ে 'রেড জোন' আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। অন্যথায় ৩ মাস থেকে ২১ বছর পর্যন্ত জেলও হতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।