বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে শনিবার দুপুরে বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টির কথা উল্লেখ করেন।
তিনি বলেন, “গত ৫৩ বছরে আওয়ামী দুঃশাসন বারবার দেশের উন্নয়নকে ব্যাহত করেছে। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। অথচ ভোটারবিহীন সরকার স্বাস্থ্যসেবা বা নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।” তিনি শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের দুর্দশার চিত্র তুলে ধরে বলেন, “অসুস্থ মানুষদের বারান্দায় শোয়ার অবস্থা দেখে বোঝা যায়, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবার প্রতি কতটা উদাসীন।”
তিনি আরও বলেন, “ভোট একটি উৎসব, কিন্তু গত ১৫ বছরে এ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। ভোটারবিহীন সরকারের পক্ষে জনগণের সেবায় কাজ করা সম্ভব নয়।”
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, “মাত্র সাড়ে তিন বছরে তিনি বাংলাদেশকে উন্নত দেশের রূপকল্পের পথে এগিয়ে নিয়ে যান। কিন্তু ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ এবং তাদের নেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগুয়া ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোফাজ্জেল হোসেন সরদার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান জামাল। বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সদস্য আলহাজ মন্টু খান এবং ছাত্রদলের সাবেক নেতা হেমায়েত হোসেন মুরাদ। বক্তারা সরকারের দুর্নীতি, জনগণের অধিকার বঞ্চনা এবং বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।