২৪ ঘণ্টায় ফ্রান্সে আরও ১৮৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০৯:০৯ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় ফ্রান্সে আরও ১৮৬ জনের মৃত্যু

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। মারণ এই করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ১৬ হাজার ৩১৫ জনের। মোট আক্রান্ত প্রায় ৩ লাখ ৭৩ হাজার। মহামারী এই ভাইরাস সংক্রমণে স্তব্ধ পুরো বিশ্ব। ইউরোপে করোনায় মৃত্যুর মিছিলে ইতালি ও স্পেনের পরই এবার ফ্রান্সের নাম আসছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৮৬ জন কোভিড-১৯ রোগী প্রাণ হারিয়েছেন।

জানা গেছে, এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬০ জনে। এদিকে, মারণ করোনা আরও দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেড্রোস আডানম গেব্রিয়ুস। তিনি বলেছেন, দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আগের চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ থেকে ১ লাখে পৌঁছাতে ৬৭ দিন সময় লেগেছে। দ্বিতীয় এক লাখ আক্রান্ত হতে সময় লেগেছে ১১ দিন। কিন্তু তৃতীয় এক লাখ আক্রান্ত হতে সময় লেগেছে মাত্র ৪ দিন। সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তেড্রোস আডানম গেব্রিয়ুস এ কথা বলেছেন।

ইনিউজ ৭১/ জি.হা