পরমাণু চুক্তির কোন শর্ত আর মানবে না ইরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২০ ১২:১০ অপরাহ্ন
পরমাণু চুক্তির কোন শর্ত আর মানবে না ইরান

মার্কিন ড্রোন হামলায় ইরানের কমান্ডার কাসেম সোলাইমানির নিহতের ঘটনার জেরে এবার ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। রোববার( ৫ জানুয়ারি) রাজধানী তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকের পর রাতে এ ঘোষণা দেওয়া হয়। 

পরে দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে- ২০১৫ সালের পরমাণু চুক্তির মাধ্যমে তাদের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা আর মানা হবে না। এছাড়া  পরমাণু উপকরণ সমৃদ্ধকরণ ও গবেষণার কাজে আর কোনও সীমাবদ্ধতা রাখবে না ইরান। এছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমাবদ্ধতা আর মানা হবে না। তবে পারমাণু বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সহযোগিতা অব্যাহত থাকবে। 

এর আগে- ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের কাছে ইউরেনিয়াম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। পরে চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। 

ইনিউজ ৭১/এম.আর