
প্রকাশ: ৮ নভেম্বর ২০১৯, ২১:৩৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজ দাতব্য সংস্থার টাকা রাজনৈতিক কাজে ব্যয়ের অভিযোগে ২০ লাখ ডলার জরিমানা করেছে নিউইয়র্কের একটি আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ রায় দেওয়া হয়। ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন ৮টি অলাভজনক প্রতিষ্ঠানকে জরিমানার অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ রায়ে।
এসময় আদালতের পক্ষ থেকে ট্রাম্প ও তার তিন সন্তান দ্বারা পরিচালিত ওই দাতব্য প্রতিষ্ঠানটিকে কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব