ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আধাসামরিক বাহিনীর (সিআরপিএফ) জওয়ানদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) পুলওয়ামায় এ ঘটনা ঘটে। ওই জওয়ানরা পুলওয়ামায় একটি স্কুলে পাহারা দিচ্ছিলেন। তখন হঠাৎ করেই অজ্ঞাত অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, পুলওয়ামার দ্রাবগামের একটি স্কুলে সিআরপিএফ জওয়ানের বাঙ্কার লক্ষ্য করে প্রায় ৬ থেকে ৭ রাউন্ড গুলি চালায় হামলাকারীর।
পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিল আধা সামরিক বাহিনী সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশ। হামলার পাল্টা জবাব দিয়েছে সেনাবাহিনী। অতিরিক্ত সেনাবহর পাঠানো হয়েছে সেখানে। তল্লাশি অভিযানও শুরু হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।