
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ১৯:৩৪
যেসব ব্রান্ডের কারণে সবচেয়ে বেশি পরিবেশ দূষণ ঘটছে সেগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে কোমল পানীয় ব্রান্ড কোকা-কোলা। বিশ্বজুড়ে দূষণবিরোধী তৎপরতায় সক্রিয় সংগঠন ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক-এর নিরীক্ষায় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ স্থানে জায়গা হয়েছে কোকা-কোলার। ওই নিরীক্ষায় দেখা গেছে, তালিকায় দ্বিতীয়-তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ব্র্যান্ডগুলো সবাই মিলে যে পরিমাণ বর্জ্য উৎপাদন করে, কোকা-কোলা একাই তার চেয়ে বেশি করে।
৭২ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে সেপ্টেম্বর মাসে পরিচালিত এক পরিচ্ছন্নতা অভিযানের ভিত্তিতে নিরীক্ষাটি পরিচালনা করেছে ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক। এই অভিযানে স্বেচ্ছাসেবকরা সমুদ্রের তীর, অফিসে যাওয়ার ফুটপাথ, বাড়ির যাওয়ার রাস্তা, এবং জনাকীর্ণ স্থানে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, কাপ, পলিথিন, এবং ফেলে দেওয়া পরিত্যক্ত জিনিস সংগ্রহ করেন। অভিযানে সংগৃহীত আবর্জনা পর্যবেক্ষণ করে আট হাজার ব্রান্ডের মোট ৫০ ধরনের বর্জ্য পাওয়া যায়। এর মধ্যে ১১ হাজার ৭৩২ প্লাস্টিক বর্জ্যের জন্য দায়ী ছিলো কোকাকোলা। এই বর্জ্যগুলো চারটি মহাদেশের ৩৭টি দেশ থেকে সংগ্রহ করা হয়েছে।
নিরীক্ষা অনুযায়ী, কোকাকোলা ছাড়া বর্জ্য উৎপাদনাকারী অপর শীর্ষ ব্রান্ডগুলো হলো নেসলে, পেপসিকো, মন্দেলেজ ইন্টারন্যাশনাল, বিভিন্ন স্ন্যাক ব্রান্ড যেমন- অরিও, রিটজ, নাবিস্কো এবং নাটার বাটার- এবং ইউনিলিভার। তবে অভিযানে সংগৃহীত অর্ধেকেরও বেশি প্লাস্টিকের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাদের প্রস্তুতকারী কোম্পানি শনাক্ত করা যায়নি। নিরীক্ষায় দেখা গেছে আফ্রিকা ও ইউরোপের শীর্ষ বর্জ্য উৎপাদনকারী কোকাকোলা আর এশিয়া ও দক্ষিণ আমেরিকায় এর অবস্থান দ্বিতীয়। উত্তর আমেরিকায় শীর্ষে রয়েছে নেসলে। এর পরে রয়েছে ডার্ট কন্টেইনার করপোরেশনের মালিকানাধীন সলো কাপ কোম্পানি এবং স্টারবাকস। এই অঞ্চলে প্লাস্টিক দূষণে দায়ী পঞ্চম কোম্পানি হলো কোকা-কোলা।

ইনিউজ ৭১/এম.আর