আফগানিস্তানের দুটি প্রদেশে যৌথ বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী তালেবানের ৮৬ সদস্য নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বিভাগের বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদোলুর খবরে এ তথ্য জানা গেছে। আনাদোলু জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির কান্দাহার ও ফারিয়াব প্রদেশে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান সরকারের যৌথ বিমান হামলায় তারা নিহত হন। এদিকে, কান্দাহারে যুক্তরাষ্ট্রের একটি গাড়ি গুড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে তালেবান। তবে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানায়নি ওয়াংশিংটন।
ফারিয়াব প্রদেশের পুলিশ প্রধান আবুল কারিম জানান, তালেবানদের একটি দল পাস্তুনকোট জেলার নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর পর ওই হামলা চালানো হয়। এ হামলায় ৫৩ জন তালেবান নিহত হয় বলে জানান তিনি। অপরদিকে, প্রাদেশিক পুলিশ সদর দফতরের বিবৃতিতে বলা হয়েছে, কান্দাহার প্রদেশের দক্ষিণের মারুফ ও শাহ ওয়ালি কোট জেলায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ৮ জন আহত হয়েছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।