
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ২৩:৪৮

ইংল্যান্ডের এসেক্স শহরে একটি লরিতে কন্টেইনারের ভেতর থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ডেকেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে ইস্টার্ন এভিনিউয়ের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি লরি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওই লরির চালককে গ্রেফতার করেছি। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে। ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব