
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ০:৩৮

ইরানের উস্কানিমূলক কর্মকাণ্ড চলতে থাকলে দেশটিতে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের উদ্যোগের মধ্যেই সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দেন তিনি। এর মধ্যেই, চাপ প্রয়োগের মার্কিন নীতি প্রতিহত করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। সৌদি আরবের সঙ্গে মতপার্থক্য নিরসনে রিয়াদ সফরের জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব