
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ২১:১৭

২০১৯ সালে অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়কের সাথে বৈঠকের একটি ছবি টুইটারে প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ভারত আপনার অর্জনে গর্বিত। সোমবার (২২ অক্টোবর) তাদের দেখা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। এমন এক সময়ে নরেন্দ্র মোদির সাথে অভিজিৎ বিনায়কের বৈঠক অনুষ্ঠিত হলো যখন বিজেপির পক্ষ থেকে অভিজিৎকে তার রাজনৈতিক অবস্থান এবং অর্থনীতিতে তার ভূমিকা নিয়ে কটাক্ষ ও বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব