
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০:২১

সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। মঙ্গলবার রাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এরদোগান যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে জানিয়ে দেন বলে ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে। সিরীয় অঞ্চল থেকে সীমান্ত পর্যন্ত ৩০ কিলোমিটার ভূখণ্ডে বাফার জোন বা নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা পর্যন্ত কোনও যুদ্ধবিরতি সম্ভব নয় বলে জানান তুর্কি প্রেসিডেন্ট।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব