টাইফুনের আঘাতে জাপানে এখন পর্যন্ত ১১ জন মারা গেছেন। গত কয়েক দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী টাইফুন। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে আঘাত হানা এই টাইফুনে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজ রয়েছেন ১৬ জন। মধ্য জাপানে আঘাত হানার পর টাইফুন ‘হাগিবিস’ কিছুটা দুর্বল হয়ে গেলেও প্রলয়ংকরী রূপ ধারণ করে। এর গতি ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার, যা তৃতীয় ক্যাটাগরির আটলান্টিক হারিকেন পর্যায়ের।
রাজধানী টোকিওসহ টাইফুন আক্রান্ত এলাকা থেকে এক লাখ মানুষকে নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে থমকে গেছে ব্যস্ততম টোকিও। রবিবার সকাল পর্যন্ত টোকিও ও এর আশপাশের বিমানবন্দরগুলোতে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। টোকিও, নাগোয়া ও ওসাকার সব বুলেট ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে কম গতিসম্পন্ন রেলের বেশিরভাগ সূচিও। ক্যান্টো, চিবা ও টোকিওর দশ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎশূন্য হয়ে পড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।