
প্রকাশ: ৬ অক্টোবর ২০১৯, ২২:৫৮

ভারতের অর্থনৈতিক পরিস্থিতি, চাকরিবাকরির অবস্থা, জিনিসপত্রের দাম আর মাইনে নিয়ে রীতিমতো হতাশ আমজনতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উপর উত্তরোত্তর আস্থা হারিয়ে ফেলছেন সাধারণ মানুষ। সেই আস্থা গত সেপ্টেম্বরে যে তলানিতে পৌঁছেছে, গত ছয় বছরে আর নামেনি ততটা। যার অর্থ, দ্বিতীয় ইউপিএ জমানাতেও এই সব ব্যাপারে আমজনতার যেটুকু আস্থা ছিল, মোদী জমানায় সেইটুকুও নেই। রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) একেবারে হালের একটি সমীক্ষা এ কথা জানিয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব