
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৬

আজ ১৫ সেপ্টেম্বর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। জাতিসংঘ ২০০৭ সাল থেকে সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উত্সাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন পালনের ঘোষণা দেয়। এরপর থেকেই জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে।
জাতিসংঘের এ বছরের প্রতিপাদ্যে বলা হয়েছে: অন্তর্ভুক্তি ও অংশগ্রহণ গণতন্ত্রের ভিত্তি: গণতন্ত্র যে জনমানুষের প্রশ্ন সেই ব্যাপারটাকে আবারও সামনে নিয়ে আসা এবারের গণতন্ত্র দিবসের অঙ্গীকার। গণতন্ত্রকে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও মানবাধিকারের প্রাথমিক ভিত্তি আখ্যা দিয়ে ইউএন-এর ওয়েবে বলা হয়েছে, অন্তর্ভুক্তি, সমানাধিকার ও অংশগ্রহণের ভিত্তিতেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
