ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক গুলির লড়াই, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ২৮শে আগস্ট ২০১৯ ০৩:৪৪ অপরাহ্ন
ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক গুলির লড়াই, নিহত ২

কাশ্মীর সীমান্তে ফের ভারত-পাকিস্তান গোলাগুলি হয়েছে। এতে আজাদ কাশ্মীরে দু'জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এ অবস্থায় নয়াদিল্লির সঙ্গে আবারো আকাশ পথ বন্ধের হুমকি দিয়েছে ইসলামাবাদ। এদিকে, কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে এনিয়ে পাকিস্তান সহিংসতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে মঙ্গলবারও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফারাবাদে বিক্ষোভ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ভারতের বিজেপি সরকারের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

একজন বলেন, ভারত সরকার কাশ্মীরিদের ওপর নির্যাতন চালাচ্ছে। আমরা নিরীহ কাশ্মীরিদের প্রতি সংহতি প্রকাশ করতে রাস্তায় নেমেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে চাই, অচিরে কাশ্মীরে দমন-পীড়ন বন্ধ করেন। আরেকজন বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে পাকিস্তানের কাশ্মীর উত্তাল হলেও জম্মুর অবস্থা কিছুটা ভিন্ন। সবার মধ্যে ক্ষোভ বিরাজ করায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে, এখনো কঠোর নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি কড়াকড়ি আরোপ করে রাখা হয়েছে।

আরো একজন বলেন, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে তখনই যখন স্থানীয় নেতাদের ছেড়ে দেয়া হবে। সরকার যাদের গ্রেফতার করেছে, তাদের অচিরেই মুক্তি দেয়ার আহ্বান জানাচ্ছি। এর মধ্যেই ফের অস্ত্র বিরতি লঙ্ঘন কোরে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। নয়াদিল্লির দাবি, ইসলামাবাদ আগে হামলা চালালে তারাও পাল্টা জবাব দিয়েছে। আর পাকিস্তানের দাবি, ভারতীয় বাহিনীর হামলায় আজাদ কাশ্মীরে বেশ কয়েকজন হতাহত হন। এ অবস্থায় ফের ভারতের সঙ্গে আকাশ পথ পুরোপুরি বন্ধের পরিকল্পনা করছে পাকিস্তান। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হোসেন বলেন, আফগানিস্তানে ভারতের বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানের মাটি ব্যবহার বন্ধের ব্যবস্থাও করতে যাচ্ছে ইসলামাবাদ।

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই ইসলামাবাদ সফররত চীনা সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা সু কিলিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। বৈঠকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন চীনা সেনা কর্মকর্তা। পরে তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও বৈঠক করেন। এদিকে, কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান সংঘাত উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু, এনিয়ে পাকিস্তানসহ তৃতীয় কোনো দেশের নাক গলানোর এখতিয়ার নেই।