বিজেপিকে রুখতে ফের মমতার কাছে কংগ্রেস

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৩ই আগস্ট ২০১৯ ১২:৫৩ অপরাহ্ন
বিজেপিকে রুখতে ফের মমতার কাছে কংগ্রেস

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আবার জোট গড়ার চেষ্টা চালাচ্ছে সোনিয়া গান্ধীর কংগ্রেস। ২০২১ সালে ওই নির্বাচন হওয়ার কথা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত সপ্তাহে সংসদের বাজেট অধিবেশনের পর রাহুল গান্ধী তৃণমূলের লোকসভা চিপ হুইপ কল্যাণ ব্যানার্জির সঙ্গে আধঘণ্টার মতো বৈঠক করেন। সেখানে তারা ক্ষমতাসীন বিজেপিকে দুই দলের জন্য ‘প্রধান শত্রু’ বলে উল্লেখ করেন।

রাহুল একই ইস্যু নিয়ে তৃণমূলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করেন।

আসল কংগ্রেসের সঙ্গে মমতার কংগ্রেসের রয়েছে দীর্ঘ এক ইতিহাস। ২০০৯ সালে জোট গড়ে লোকসভা ভোটে লড়াই করেন তারা। ২০১১ সালের বিধানসভায়ও দল দুটি একসঙ্গে ছিল। কিন্তু আলাদা হয়ে যায় ২০১৩ সালে।

হিন্দুস্তান টাইমস বলছে, কংগ্রেসের সিনিয়র নেতারা বাংলায় ভোটযুদ্ধ নিয়ে চিন্তায় আছেন। ভারতের তৃতীয় বৃহত্তম সংসদীয় রাজ্যে আগের নির্বাচনে ভরাডুবির পর নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন তারা। এই রাজ্য থেকে ৪২ জন প্রতিনিধি যান লোকসভায়।

গত লোকসভা ভোটে তৃণমূল ৪৩.৩ শতাংশ ভোট পায়। তাদের একচ্ছত্র আধিপত্য চ্যালেঞ্জ করে মোদির বিজেপি ৪০.৩ শতাংশ ভোট বাগিয়ে নেয়। অন্যদিকে কংগ্রেস পায় মাত্র ৫.৬ শতাংশ।