‘রহস্যময় ভয়ংকর’ পরমাণু অস্ত্রের পরীক্ষায় রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৩ই আগস্ট ২০১৯ ১১:৫৬ পূর্বাহ্ন
‘রহস্যময় ভয়ংকর’ পরমাণু অস্ত্রের পরীক্ষায় রাশিয়া

উত্তর মেরুতে রহস্যময় পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে রাশিয়া। নিরাপত্তা বিশ্লেষকদের বরাত দিয়ে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই অস্ত্র রীতিমতো ভয়ংকর।

কতটা ভয়ংকর সেটি বোঝা গেছে ৮ আগস্ট। ওইদিন পরীক্ষা চালানোর সময় রকেট ইঞ্জিন বিস্ফোরণে ৫ জন অভিজ্ঞ বিজ্ঞানী পুড়ে ছাই হয়ে যান। তারা এর বিপদ সম্পর্কে আগে থেকে জেনেও পরীক্ষার সময় নিরাপদ থাকতে পারেননি! কী ধরনের অস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে সে বিষয়ে কোনো তথ্য দিতে চাচ্ছে না রাশিয়া। দেশটির নিউক্লিয়ার এজেন্সি শুধু জানিয়েছে, বিশেষজ্ঞরা একটি পরমাণু চালিত ইঞ্জিনের পরীক্ষা করছেন। বিবিসির ধারণা এটি মিসাইল।

গত বৃহস্পতিবার যে বিস্ফোরণ হয়েছে সেটি প্রায় ৪০ মিনিট স্থায়ী ছিল। পাঁচজন মারা যাওয়ার পাশাপাশি তিনজন গুরুতর আহত হন। তারা এখন হাসপাতালে। পরীক্ষা চালানোর সময় দুর্ঘটনা এড়াতে সম্ভাব্য সব রকম প্রস্তুতি নিয়েছিলেন বিজ্ঞানীরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে জানায়, লিকুইড-ফুয়েল রকেট ইঞ্জিনে দুর্ঘটনা ঘটেছে।

পরে জানা যায় রেডিও-আইসোটোপ চালিত উৎস থেকে বিস্ফোরণ হয়। বিজ্ঞানীরা পরীক্ষা প্রায় শেষ করে ফেলেছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণে তারা সাগরে আছড়ে পড়েন! বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া চীনকে নিয়ে চিন্তিত হওয়ার কারণে পরমাণু অস্ত্রে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে।