Gestures are reciprocated in an overwhelming manner.

প্রকাশ: ১২ আগস্ট ২০১৯, ৩:২

যে হাত দেশের বিপদে তুলে নেয় মেশিন গানের মতো মারাত্বক অস্ত্র, সেই হাতেই রয়েছে ভালবাসার স্পর্শ। এমনই বার্তা উঠে এল উপত্যকার এক ফটোগ্রাফারের ছবিতে। সিআরপিএফ-এর মহিলা জওয়ানের সঙ্গে এক ছোট্ট কাশ্মিরী শিশুর হাত মেলানোর এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কাশ্মীরের সাম্প্রতিক অবস্থা নিয়ে এখন দেশ তথা বিশ্বে চর্চা তুঙ্গে। সেই পরিস্থিতিতে এই ছবি নিঃসন্দেহে এক সুন্দর আগামীর বার্তা দেয়। এমনটাই মনে করছেন নেটিজেনরা। এই ভালবাসার বদলে ভালবাসাই আমাদের দেশের আসল সৌন্দর্য্য, আবেগঘন রিপ্লাই এক নেটিজেনের।