নিজেকে রামের বংশধর দাবি বিজেপি এমপি'র

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ১২ই আগস্ট ২০১৯ ০৮:২৬ অপরাহ্ন
নিজেকে রামের বংশধর দাবি বিজেপি এমপি'র

“যদি সুপ্রিম কোর্ট চায় তবে আমি আদালতে এর প্রমাণ দাখিল করব। আমি চাই যত দ্রুত সম্ভব রামমন্দির তৈরি হোক।” ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র অনেক নেতাই বিভিন্ন মন্তব্যের কারণে আলোচিত ও বিতর্কিত হচ্ছেন প্রায়শই। এবার সেই তালিকায় এলেন বিজেপি'র আরও এক নেতা। রাজস্থানের রাজসামন্দের সংসদ সদস্য দিব্যা কুমারী নিজেকে হিন্দু ধর্মের অবতার রামের বংশধর বলে দাবি করেছেন। 

গত শুক্রবার (৯ আগস্ট) অযোধ্যা মামলার এক শুনানিতে বিচারক প্রশ্ন করেন রামের রঘুবংশের রাজপরিবারের কোনও বংশধর এখনও রয়েছে কিনা। মামলার আইনজীবী অবশ্য এপ্রশ্নের উত্তর দিতে পারেননি। আইনজীবী না পারলেও বিজেপির এই সংসদ সদস্য অবশ্য নিজেকেই রামের বংশধর বলে দাবি করে বসেছেন।

আনন্দবাজার জানায়, রবিবার (১১ আগস্ট) দিব্যা কুমারী বলেন, ‘‘আদালত জানতে চাইছে রামের বংশধররা কোথায়? রামের বংশধররা গোটা পৃথিবী জুড়েই ছড়িয়ে রয়েছেন। আমার পরিবার রামের পুত্র কুশের বংশধর। আমার বাবা রামের ৩০৯তম উত্তরসূরি। আমরা কুশওয়াহা বা কাচ্ছুয়া গোষ্ঠীর বংশধর।’’ 

এর সপক্ষে তার হাতে প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন দিব্যা। তিনি আরও বলেন, “যদি সুপ্রিম কোর্ট চায় তবে আমি আদালতে এর প্রমাণ দাখিল করব। আমি চাই, যত দ্রুত সম্ভব রামমন্দির তৈরি হোক।”এই দাবির সপক্ষে তার হাতে পারিবারিক দলিল, নথিপত্র ও বংশতালিকা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

তবে তিনি নিজে থেকে অযোধ্যা মামলার আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন কি না, সেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন এই বিজেপি সংসদ সদস্য।