জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ১২ই আগস্ট ২০১৯ ০৫:০৪ অপরাহ্ন
জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলা

অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬১ জন আহত হয়েছেন। রোববার (১১ আগস্ট) ঈদুল আজহার দিন কয়েক হাজার ফিলস্তিনি আল আকসা মসজিদে জড়ো হন।

একইদিনে ধর্মীউ তিশা বা'আভ উদযাপন ঘিরে পবিত্র স্থানটিতে প্রার্থনা করেন থাকেন ইহুদিরা। ইহুদিদের জেরুজালেমে ইসরাইলি কর্তৃপক্ষ প্রবেশ করতে দেবে এমন খবর পেয়ে অসংখ্য ফিলিস্তিনি আল আকসার গেইটে অবস্থান নেন। 

তাদের সরিয়ে দিতে এক পর্যায়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইসরাইলি সেনাবাহিনী।  আহত ৬১ জনের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।  রোববারের সংঘর্ষে চার পুলিশ আহত হয়েছেন বলে দাবি ইসরাইলের।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব