
প্রকাশ: ১২ আগস্ট ২০১৯, ২০:২১

বিশ্বের অন্যান্য স্থানের মতো জম্মু ও কাশ্মীরেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। ঈদ উপলক্ষে মসজিদে গিয়ে প্রার্থনা করার অনুমতি দেওয়া হলেও কাশ্মীরীদের বড় জমায়েতের অনুমতি দেওয়া হয়নি। ফলে এবার প্রকাশ্যে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন না তারা। গত কয়েকদিনের চলমান উত্তেজনার মধ্যে কাশ্মীরীদের মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হলেও গত শুক্রবার থেকে কোনো বড় জমায়েতের অনুমতি দেওয়া হয়নি। সেই নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। রোববার সকালে একটি ভারতীয় চ্যানেল দাবি করে, শ্রীনগরের রাস্তায় মাইক লাগানো পুলিশ ভ্যান থেকে জনসাধারণকে বাড়ি ফেরার নির্দেশ দেওয়া হয়। দোকানদারদের বলা হয়, দোকানপাট বন্ধ করতে।

