আল-আকসায় ঈদের নামাজে ইসরায়েলি হামলা, হামাসের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ১২ই আগস্ট ২০১৯ ০১:৩২ অপরাহ্ন
আল-আকসায় ঈদের নামাজে ইসরায়েলি হামলা, হামাসের হুঁশিয়ারি

জেরুজালেমে আল-আকসা মসজিদে গতকাল ঈদের দিনে নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এর প্রতিবাদে ইসরাইলকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

এক বিবৃতিতে এই হুঁশিয়ারি বার্তা দেয় হামাস। বিবৃতিতে আল-আকসাকে ফিলিস্তিন’সহ গোটা মুসলিম উম্মাহর ‘রেড লাইন’ বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ফিলিস্তিনি জনগণ এই পবিত্র স্থান রক্ষা করার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছে।

হামাসের বিবৃতিতে জানানো হয়, ফিলিস্তিনিরা বহুবার আল-আকসা মসজিদের পবিত্রতা রক্ষা করার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে।



ওই বিবৃতিতে গতকাল আকসায় হামলা চালানো ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমবেত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

বেশিরভাগ আরব দেশের সঙ্গে মিল রেখে ফিলিস্তিনেও রবিবার ঈদুল আজহা উদযাপিত হয়। এ উপলক্ষে প্রায় এক লাখ ২০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে বায়তুল মুকাদ্দাস শহরের আল-আকসা মসজিদে সমবেত হয়েছিলেন।

কিন্তু এক পর্যায়ে সমবেত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনারা হামলা শুরু করে এবং এতে অন্তত ৬৫ জন আহত হন। এ সময় ইহুদিবাদী সেনারা বেশ কিছু ফিলিস্তিনি মুসল্লিকে আটক করে নিয়ে যায়।