
প্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ০:৫৬

গরু নিয়ে বর্তমান ভারতে আদিখ্যেতার যেন আর শেষ নেই। গরু বেচাকেনা এবং জবাই বন্ধের পর এখন বিজেপি সরকার নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে দলীয় ইশতেহারে গরুর উন্নতি বিষয়ক বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বলা হয়েছিল, ভারতের সমাজ হবে ‘গরুকল্যাণমূলক’ একটি সমাজ। নির্বাচনে জিতে আসার পর এখন প্রতিশ্রুতি পূরণের পালা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব