আল-আকসা মসজিদে ঈদের জামাতে ইসরায়েলি বাহিনীর হামলা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ১১ই আগস্ট ২০১৯ ০৬:৩৩ অপরাহ্ন
আল-আকসা মসজিদে ঈদের জামাতে ইসরায়েলি বাহিনীর হামলা

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রবিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আর ঈদুল আজহার দিনেই পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা করেছে ইসরায়েলি বাহিনী। আলজাজিরা জানায়, ঈদের দিন সেখানে জড়ো হওয়া মুসল্লিদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ। ঈদুল আজহার প্রথম দিনে নামাজ আদায় করতে মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে উপস্থিত হন হাজার হাজার ফিলিস্তিনি।

এবার ঈদুল আজহা এবং ইহুদিদের তিশা বা’ভ উদযাপন একই দিনে পড়ায় আল-আকসা ঘিরে উত্তেজনা তৈরি হয়।

আল-আকসা চত্বরে ডানপন্থী ইহুদি সেটলাররা ঢুকতে পারে এমন আশঙ্কায় আগে থেকেই সেখানে জড়ো হন মুসলিমরা। এসময় তাদের বলতে শোনা যায়- “নিজেদের সব উজাড় করে দিয়ে আল-আকসা তোমাকে পুনরুদ্ধার করব আমরা।” এদিকে সংঘাত এড়াতে ইহুদিদের আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি পুলিশ। তবে শেষ পর্যন্ত তাদের ঢুকতে দেওয়া হতে পারে এমনটা আশঙ্কা করছেন মুসলিমরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব