পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ(পিএমএল-এন)এর সহ-সভাপতি মরিয়ম নওয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। জেলে বন্দি বাবার সঙ্গে দেখা করার সময় তিনি আটক হন।ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো(এনএবি) এক সরকারি বিজ্ঞপ্তিতে জানায়, মরিয়ন নওয়াজ ও তার চাচাতো ভাই ইউসুফ আব্বাসকে চৌধুরী সুগার মিলস মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে আটক করে। মরিয়ম নওয়াজকে এনএবি এর হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে।এনএবি চেয়ারম্যানের নির্দেশে চিকিৎসকদের একটি দল মরিয়ম নওয়াজ ও ইউসুফ আব্বাসের শারীরিক সু্স্থতা পরীক্ষা করবে। রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার দুজনকেই আদালতে হাজির করা হবে জানায় এনএবি।পিএমএল-এন একটি তথ্যসূত্র নিশ্চিত করেছে, বৃহস্পতিবার বেলা তিনটায় চৌধুরী সুগার মিলস মামলায় মরিয়ম নওয়াজকে এনএবি তলব করেছিল। কিন্তু সেখানে তিনি উপস্থিত হননি। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ একটি বিবৃতিতে নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন,‘বাবা নওয়াজ শরীফের সামনে তার মেয়েকে আটকের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, দু:খজনক এবং লজ্জাজনক।’ ক্ষমতাসীন সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আটক করেছে বলে মন্তব্য করেন
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।