
প্রকাশ: ৮ আগস্ট ২০১৯, ২২:৪৭

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা গুলাম নবী আজাদকে কাশ্মীরে ‘ঢুকতে দেয়নি’ সেখানকার প্রশাসন। তাকে শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।কাশ্মীর ভিত্তিক ইংরেজি দৈনিক নর্থলাইন্স জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলেই গুলাম নবীকে অন্য বিমানে ফেরত পাঠানো হচ্ছে। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে দেশটির অধীনে থাকা জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার পর সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাচ্ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব