
প্রকাশ: ৭ আগস্ট ২০১৯, ১:২৫

বিজেপির অবিবাহিত কর্মীদের প্রতি সুন্দরী কাশ্মিরী কন্যাদের বিয়ে করা ও সেখানে জমি কেনার আহ্বান জানালেন বিজেপি নেতা বিক্রম সাইনি। খবর টাইসম অব ইন্ডিয়া’র। ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক কাশ্মিরের বিশেষ মর্যাদা সম্বলিত ধারা ৩৭০ বাতিল করার পরদিনই কাশ্মিরের মুজাফফরনগরে এমন মন্তব্য করলেন বিজেপি নেতা বিক্রম সাইনি। তিনি বলেন, বিজেপিতে যত অবিবাহিত কর্মী আছে তাদের এখন কাশ্মিরে যেয়ে সেখানে জমি ক্রয় করা সহ সেখানকার সুন্দরী কন্যাদের বিবাহ করার জন্য স্বাগতম। আর এই স্বপ্ন পূরণ করার জন্য মোদীকে ধন্যবাদও জানান ওই বিজেপি নেতা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব