ন্যায়বিচার করা হয়েছে কাশ্মিরের জনগণের প্রতি : রামদেব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৭ই আগস্ট ২০১৯ ১১:২৩ পূর্বাহ্ন
ন্যায়বিচার করা হয়েছে কাশ্মিরের জনগণের প্রতি : রামদেব

অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের মাধ্যমে অঞ্চলটির জনগণের প্রতি ন্যায়বিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ইয়োগা গুরু বাবা রামদেব। মঙ্গলবার ভারতের পার্লামেন্টে এ সংক্রান্ত বিল পাসের পর রামদেব বলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। জম্মু-কাশ্মিরের জনগণের প্রতি রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায়বিচার করা হয়েছে। পরবর্তী প্রজন্ম এই দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে মনে রাখবে।টেলিভিশনে শরীর চর্চার এক অনুষ্ঠান দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা লাভ করেন বাবা রামদেব। এই জনপ্রিয়তাকে পুঁজি করে এক পর্যায়ে তিনি নানা ধরনের পণ্যসামগ্রী বিক্রি করতে শুরু করেন। এসবের মধ্যে রয়েছে শ্যাম্পু থেকে সিরিয়াল, সাবান থেকে ইনস্ট্যান্ট নুডলস। এজন্য তিনি পাতাঞ্জলি নামে একটি কোম্পানিও প্রতিষ্ঠা করেছেন। শুধু ২০১৪ সালেই ৩০০ মিলিয়ন ডলারেরও বেশি পণ্য বিক্রি করেছে তার প্রতিষ্ঠান। ২০১৫ সালে ভারতে পুত্র সন্তান লাভের গ্যারান্টি দিয়ে ওষুধ বিক্রি শুরু করেন তিনি।

জাফরান রঙের জামা পরা, লম্বা চুল গিঁট দিয়ে বাঁধা, লম্বা দাড়ি, কাঠের খড়ম এবং কাঁধ থেকে ঝুলন্ত কাপড়ের ঝোলা; এমন বেশভূষায় অভ্যস্ত বাবা রামদেবকে দেখলে খুব সাধারণ একজন ইয়োগা গুরু বলেই মনে হবে। তবে বিভিন্ন সময় নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসতে সমর্থ হন তিনি। ২০১৪ সালে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, মোদি একা নন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তারও ছিল। কিন্তু নির্লোভ বলেই মন্ত্রীও হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে, জি নিউজ।