ভিসা বাতিল করলো চীন কাশ্মির ইস্যুতে ভারতীয় তীর্থযাত্রীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৭ই আগস্ট ২০১৯ ১১:১৮ পূর্বাহ্ন
ভিসা বাতিল করলো চীন কাশ্মির ইস্যুতে ভারতীয় তীর্থযাত্রীদের

এবার ভারতীয় তীর্থযাত্রীদের ভিসা দেবেনা বলে সিদ্ধান্ত নিয়েছে চীন। কাশ্মির নিয়ে ভারতীয় সিদ্ধান্তের কয়েক ঘন্টা পরই এমন সিদ্ধান্ত নিল চীন। খবর এনডিটিভি’র।বুধবার একদল ভারতীয় তীর্থযাত্রী চীনের কৈলাশ মানসরোবরে তীর্থযাত্রায় যাবার জন্য কথা থাকলেও তাদের ভিসা বাতিল করে চীন।কাশ্মির ইস্যুতে বিবৃতি দিয়ে চীন জানায় কাশ্মির নিয়ে ভারতীয় পদক্ষেপ চীনের আঞ্চলিক সার্বভৌমত্বেও আঘাত হেনেছে। এরপর চীন ভারত ও পাকিস্তানের সাথেও কূটনৈতিক আলাপ করেছে কাশ্মির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য।চীন বলেছে, ভারত পাকিস্তান দুই দেশেরই কাশ্মির নেয় যে কোন হুটহাট সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকতে হবে যা এ অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করে। এসময় চীন লাদাখকে নিজেদের অঞ্চল ঘোষনা দিয়ে ভারতের কেন্দ্রশাষিত অঞ্চল ঘোষণার তীব্র বিরোধীতা করে।তবে ভারত চীনের এ বিবৃতির তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এ নিয়ে চীনের নাক গলানো উচিত নয়।