কাশ্মিরীদের অধিকার রক্ষার্থে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৬ই আগস্ট ২০১৯ ০৫:২২ অপরাহ্ন
কাশ্মিরীদের অধিকার রক্ষার্থে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী

কাশ্মির নিয়ে সরকারের যে কোন পদক্ষেপের সাথে থাকবে পাকিস্তান সেনাবাহিনী। একইসাথে কাশ্মিরী জনগণের জন্য যে কোন পদক্ষেপ নিতেও প্রস্তুত সেনারা। বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে ভারত অধিকৃত কাশ্মিরেরে বিশেষ মর্যাদা সংক্রান্ত আর্টিকেল ৩৭০ বিলোপ নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন পাকিস্তান আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।

এক টুইট বার্তায় আসিফ গফুর বলেন, পাকিস্তান কখনোই আর্টিকেল ৩৭০ ও ৩৫এ’র মাধ্যমে কাশ্মিরে ভারতের দখলদারিত্বকে বৈধতা দেয়ার প্রচেষ্টায় সমর্থন করেনি যা ভারত এখন নিজ থেকেই বাতিল করে দিয়েছে। পাক সেনাপ্রধান জেনারেল ওমর জাভেদ বাজওয়া’র উদ্বিৃতি দিয়ে আসিফ গফুর বলেন, কাশ্মিরী জনগণের সংগ্রামে পাকিস্তান সেনাবাহিনী তার সম্পুর্ণ সক্ষমতা নিয়ে পাশে থাকবে একইসাথে তাদের অধিকার রক্ষার্থে সেনাবাহিনী যে কোন পদক্ষেপ নিতে প্রস্তুত।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব