ক্রাইস্টচার্চ ও টেক্সাস হামলা একই উদ্দেশ্যে

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ৪ঠা আগস্ট ২০১৯ ১১:৪৫ পূর্বাহ্ন
ক্রাইস্টচার্চ ও টেক্সাস হামলা একই উদ্দেশ্যে

যুক্তরাষ্ট্রেরর টেক্সাসে ওয়ালমার্টের একটি দোকানে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। এ ঘটনায় শ্বেতাঙ্গ এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার বেলা ১১ টায় হামলার এ ঘটনা ঘটে।হামলাকারী একজন বর্ণবাদী। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, তার নাম প্যাট্রিক ক্রুসিয়াস। সে মূলত লাতিন আমেরিকান বিদ্বেষী। হামলার আগে অনলাইনে পোস্ট করা এক ‘ইশতেহারে’ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকে সমর্থন জানায় সে।

এছাড়া, হামলাকারী বিভিন্ন টুইটেও লাতিন আমেরিকান অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতো। ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করে এমন অনলাইন গ্রুপে অ্যাকটিভ ছিলো সে। বিবিসির এক প্রতিবেদন বলছে, আটককৃত ওই যুবক একাই এই হত্যাকাণ্ড চালিয়েছেন। এদিকে, ঘটনার পরপরই বিবৃতি দিয়েছেন এল পাসোর মেয়র ডি মারগো। তিনি বলেন, এমন ভয়ানক ঘটনা এল পাসোয় ঘটবে বলে কখনো ধারণা করেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই এলাকা থেকে যেসব খবর আসছে, তা খুব খারাপ, অনেকে মারা গেছেন।

ইনিউজ ৭১/এম.আর