
প্রকাশ: ১৮ জুন ২০১৯, ১৬:২১

ড. মুহাম্মাদ মুরসি ইসা আল-আইয়াত। মিসরের মজলুম জননেতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রথম বৈধ প্রেসিডেন্ট। যাকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করে মিসরের কারাগারে বন্দি করে রাখা হয়। প্রহসনের এক বিচারিক আদালতে নিজের কথাগুলো উপস্থাপন করতে গিয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কে এই মুরসি?
২০১১ সালে ব্রাদারহুডের আদলে ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি) গঠন করে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন মুরসি। ২০১২ সালে মিসরে দুই পর্বে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। উভয় পর্বে ড. মুরসি পর্বেই সংখ্যাগরিষ্ঠ ভোটে মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষণার পর ব্রাদারহুড ও এফজেপি থেকে তাকে অব্যাহতি দিয়ে মিসরের সর্বস্তরের মানুষের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে অন্যায়ভাবে একবছরের মাথায় ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করা হয় এবং প্রহসনমূলক বিচারের মুখোমুখি করা হয়। সে বিচারে মুরসিকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়। পরবর্তীতে ফাঁসি থেকে অব্যহতি দিয়ে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
কাতারের আমিরের শোক
তুরস্কের প্রেসিডেন্টের শোক
ব্রিটিশ এমপি প্যানেলের বিবৃতি
মুসলিম ব্রাদারহুডের বিবৃতি
ব্রিটিশ ইন্ডিপেনডেন্ট ডিটেনশান রিভিউ প্যানেলের বিবৃতি
মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন মুরসির মৃত্যুর সংবাদ
ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস

> প্রিয় গাজা, প্রিয় গাজাবাসী, তোমাদের বন্ধু চলে গেছেন!
ইনিউজ ৭১/এম.আর