তুরস্কের স্থানীয় নির্বাচনে বেশ বিপাকে পড়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দল একে পার্টি। রাজধানী আঙ্কারায় নিয়ন্ত্রণ হারাতে চলেছে তার দল। অপরদিকে, ইতোমধ্যেই প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। তবে বিরোধীদের বিজয় মেনে নিচ্ছে না ক্ষমতাসীন দল। এক বিবৃতিতে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, যদি কোন ভুল-ত্রুটি হয় তবে তাদের ঠিক করে দেয়ার দায়িত্ব আমাদের।
তিনি বলেন, পরবর্তী দিনের শুরুতে আমরা আমাদের ভুল ত্রুটি গুলো খুঁজে বের করব এবং সেগুলো ঠিক করার চেষ্টা করব। দেশটিতে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যেই স্থানীয় নির্বাচনের ভোট চলছে। এই ভোটকে দেশব্যাপী এরদোয়ানের নেতৃত্বের ওপর গণভোট হিসেবেই দেখা হচ্ছে। দেশের বড় শহরগুলোতে অনুষ্ঠিত এই ভোটে বড় দুটি শহর আঙ্কারা ও ইস্তানবুলসহ বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ হারাতে পারে এরদোয়ানের একে পার্টি। স্থানীয় মেয়র এবং কাউন্সিলর নির্বাচনে ভোটার হয়েছেন প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।