
প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ২০:৩১

সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের ২০ লাখেরও বেশি মানুষকে এক ধরনের বন্দীশিবিরে আটকে রেখেছে চীন। দেশটি মুসলিমদের ওপর গত কয়েক বছর ধরে নানা অত্যাচার করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় ও পশ্চিমা অনেক দেশ অভিযোগ তুলেছে। তবে এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এ ব্যাপারে তিনি বেশি কিছু জানেন না। ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পাকিস্তানের এ প্রধানমন্ত্রী। গত বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস। সাক্ষাৎকারে ইমরান খান বলেন, সত্যি কথা আমি ওই সম্পর্কে তেমন কিছুই জানি।

ইনিউজ ৭১/এম.আর