প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:৪৩

প্রায় এক দশক পর মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচার শুরু হচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজি)। এই আদালত ‘বৈশ্বিক আদালত’ নামেও পরিচিত। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এই আদালতে সোমবার দেশটির স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) মামলার শুনানি শুরু হচ্ছে, যা টানা তিন সপ্তাহ চলবে।
