প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২১:৫৩

চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অন্তর্নিহিত উত্তেজনা কোনভাবেই প্রশমিত হয়নি। বরং আন্তর্জাতিক মহলে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে যে, এ দুই দেশের মধ্যে এবার আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। এমনই শঙ্কাজনক তথ্য বেরিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের সর্বশেষ প্রতিবেদনে।
