প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা করে ভুল তথ্য প্রচারের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করলেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস। রোববার (৯ নভেম্বর) হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন তারা। বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে উঠে আসে, ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিল দাঙ্গা নিয়ে প্রকাশিত ‘প্যানোরামা’ নামের একটি রিপোর্টে ট্রাম্পের দুটি বক্তব্য ৫৪ মিনিট ব্যবধানে দেওয়া হলেও ভিডিওতে তা ধারাবাহিকভাবে একত্র করে উপস্থাপন করা হয়। এতে মনে হয় ট্রাম্প সরাসরি দাঙ্গা উসকে দিয়েছিলেন।
