এ বছর (২০২৫) অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন তিনজন বিশিষ্ট অর্থনীতিবিদ—জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে।
অ্যাকাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির তত্ত্ব উন্নয়নের জন্য এ তিন গবেষককে পুরস্কৃত করা হয়েছে। তাদের কাজ প্রযুক্তিগত অগ্রগতি, সৃজনশীল ধ্বংস (creative destruction), এবং টেকসই প্রবৃদ্ধির মধ্যকার সম্পর্ককে নতুনভাবে বিশ্লেষণ করেছে।
এর মধ্যে প্রযুক্তিগত উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত নির্ধারণে অনন্য অবদানের জন্য জোয়েল মোকিয়র পুরস্কারের অর্ধেক পেয়েছেন। অন্যদিকে, ক্রিয়েটিভ ডেসট্রাকশন বা “সৃজনশীল ধ্বংস” তত্ত্বের আধুনিক ব্যাখ্যা ও এর প্রভাব বিশ্লেষণের জন্য বাকি অর্ধেক যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।