প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৭:৫৩
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাস ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠেছে। শনিবার (২৬ এপ্রিল) শহীদ রেজাই বন্দরের সিনা কনটেইনার ইয়ার্ডে ঘটে যাওয়া এই বিস্ফোরণে এখন পর্যন্ত চার শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে হোরমুজগান প্রদেশে অবস্থিত এই বন্দরটি ইরানের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা।