কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ইরান দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।
শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক্স (টুইটার)-এ একটি পোস্টে বলেন, ভারত ও পাকিস্তান ইরানের ভাতৃপ্রতীম প্রতিবেশী। উভয় দেশের সঙ্গে ইরানের কয়েক শতাব্দীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ইসলামাবাদ ও নয়াদিল্লিতে ইরানের দূতাবাস এই সংকটকালে দুই পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরিতে কাজ করতে প্রস্তুত।
আরাগচি তার বার্তায় বিখ্যাত পার্সিয়ান কবি সাদির একটি কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, "মানুষ একটি একক পরিবার। যদি পরিবারের কোনো সদস্য কষ্ট পায়, অন্যদেরও জীবন মান নষ্ট হয়।" এই বাণী দিয়ে তিনি সংঘাত নিরসনের প্রতি ইরানের আগ্রহ তুলে ধরেন।
গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হন। ভারত এ ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তুলে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত, ভিসা সুবিধা বাতিল এবং সীমান্ত বন্ধের ঘোষণা দেয়। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়ে ভারতীয় বিমান চলাচল নিষিদ্ধ ও ভিসা বাতিল করে।
উত্তেজনা আরও বাড়িয়ে ভারতের জলশক্তিমন্ত্রী ঘোষণা দেন, পাকিস্তানে সিন্ধু নদের পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ করা হবে। পাকিস্তান এটিকে যুদ্ধের হুমকি হিসেবে দেখছে এবং কঠোর জবাব দেওয়ার কথা বলেছে।
এমন সংকটময় মুহূর্তে ইরানের মধ্যস্থতা প্রস্তাব গুরুত্বপূর্ণ হলেও এখনও ভারত বা পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই উদ্যোগ উত্তেজনা কমাতে কিছুটা ভূমিকা রাখতে পারে।