
সৌদি আরবে তেল ও গ্যাসের ১৪টি নতুন খনি আবিষ্কার

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১১:৫০
শেয়ার করুনঃ

নতুন খনি আবিষ্কার
সৌদি আরব জ্বালানি খাতে আরও এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং এম্পটি কোয়ার্টার অঞ্চলে নতুন করে তেল ও গ্যাসের ১৪টি খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি।
নতুন আবিষ্কৃত এসব খনির মধ্যে রয়েছে ছয়টি তেলের খনি, দুটি তেলের রিজার্ভার, দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং চারটি গ্যাস রিজার্ভার। এই আবিষ্কার সৌদি আরবের জ্বালানি খাতকে বৈশ্বিকভাবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, পূর্বাঞ্চলে জাবুতে আবিষ্কৃত জাবু-১ কূপ থেকে প্রতিদিন ৮০০ ব্যারেল হালকা অ্যারাবিয়ান তেল উত্তোলন করা হচ্ছে। অন্যদিকে, সায়াহিদ-২ কূপ থেকে ৬৩০ ব্যারেল তেল এবং আইফান-২ কূপ থেকে ২৮৪০ ব্যারেল তেল ও ০.৪৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপন্ন হচ্ছে।
জুবাইলা রিজার্ভারের বেরি-৯০৭ কূপ থেকে প্রতিদিন ৫২০ ব্যারেল তেল ও ০.২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হচ্ছে। মাজালিজ ক্ষেত্রের উনাইযাহ-এ রিজার্ভার থেকেও প্রতিদিন ১০১১ ব্যারেল তেল এবং ০.৯২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।

এম্পটি কোয়ার্টারের নুয়াইর-১ কূপ থেকে প্রতিদিন ১৮০০ ব্যারেল মাঝারি মানের তেল এবং ০.৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপন্ন হচ্ছে। এছাড়া ডামদা-১ কূপের মিশরিফ-সি ও মিশরিফ-ডি রিজার্ভার থেকে প্রতিদিন যথাক্রমে ২০০ ও ১১৫ ব্যারেল তেল উত্তোলিত হচ্ছে।
পূর্বাঞ্চলের গিজলান ক্ষেত্রের গিজলান-১ কূপ থেকে প্রতিদিন ৩২ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ২৫২৫ ব্যারেল কনডেনসেট মিলছে। পাশাপাশি আরাম-১ কূপ থেকে ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ৩০০০ ব্যারেল কনডেনসেট উত্তোলন করা সম্ভব হয়েছে।
মিহওয়াজ ক্ষেত্রের কুসাইবা রিজার্ভার থেকে প্রতিদিন ৩.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৪৮৫ ব্যারেল কনডেনসেটের সন্ধান মিলেছে। মারজুক ক্ষেত্রের আরব-সি ও আরব-ডি রিজার্ভার থেকে প্রতিদিন মোট ১৯.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং আপার জুবাইলা রিজার্ভার থেকে ১.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ জানান, নতুন এসব খনি সৌদি অর্থনীতিকে আরও গতিশীল করবে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


