প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:১৬

ইরানে টানা ১৫ দিন ধরে চলমান তুমুল সরকারবিরোধী আন্দোলনে প্রাণহানি ও গ্রেপ্তারের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন এবং ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটির দাবি, বাস্তব পরিস্থিতিতে হতাহত ও বন্দির সংখ্যা আরও বেশি হতে পারে।
