রাজধানীর পল্লবী থানায় ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক। সোমবার রাত পৌনে ২টার দিকে থানার ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে। হামলায় থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই নাসির আহত হয়েছেন।
ওসি নজরুল ইসলাম জানান, রাত ২টার কিছু আগে ফাহিম থানায় এসে জানায়, এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে পুলিশ লুকোচুরি করছে বলে অভিযোগ তোলে সে। ওসি জানান, বিষয়টি তার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখবেন। এরপর ফাহিম ডিউটি অফিসারের রুমে প্রবেশ করে উপস্থিত অন্যদেরও জিজ্ঞাসা করে, কিন্তু কেউই কোনো হত্যাকাণ্ডের তথ্য দিতে পারেনি।
এ সময় ফাহিমের পরিচয় জানতে চাইলে সে অনিচ্ছা প্রকাশ করে। পরে ওসি নজরুল ইসলাম তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে হঠাৎ তার ওপর হামলা চালায়। ওসিকে কিলঘুষি মারতে শুরু করলে এএসআই নাসির বাধা দিতে গেলে তার হাতের একটি আঙুল ভেঙে যায়। সেকেন্ড অফিসার শরিফুল ইসলামও আঘাতপ্রাপ্ত হন।
থানায় হামলার ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ফাহিমকে আটক করে। আটকের পর সে জানায়, বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছে। পুলিশ তাদেরও আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, গাজীপুর থেকে ঘুরতে এসেছে। তবে তাদের উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, হামলাকারী ফাহিমের বাড়ি গাজীপুরে। তার পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর আহত তিন পুলিশ সদস্যকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এএসআই নাসিরের হাত এক্সরে করে দেখা গেছে তার একটি আঙুল ভেঙে গেছে। ওসি ও সেকেন্ড অফিসার শরিফুল ইসলামও মাথা ও শরীরে আঘাত পেয়েছেন। চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এই হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি। তিনি আরও বলেন, কেন ফাহিম থানায় এসে হামলা চালালো, তার সঠিক উদ্দেশ্য বের করতে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।