
প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ১৬:৪৪

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় মসজিদটির ভেতরে অন্তত সাতজন মুসল্লি ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু অগ্নিকাণ্ডের শিকার ওই মসজিদ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনার উল্লেখ রয়েছে। ক্যালিফোর্নিয়া পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগো শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামিক সেন্টার অব এসকনডিডোতে রোববার ভোর তিনটার দিকে হালকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইনিউজ ৭১/এম.আর