পটুয়াখালীতে নাবালিকা শিশুকে উত্যাক্ত করা সহ তার পরিবারের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
শনিবার (১মার্চ) বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পঠের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের অবহিত করে বিচার দাবি করেন ভুক্তভোগী শিশুর বাবা মোঃ মানিক প্যাদা। তিনি সাংবাদিকদের বলেন, সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন তিনি। একই বাড়িতে পাশাপাশি ঘরে তার চাচাতো মামা অভিযুক্ত জসিম প্যাদা, তার ভাইয়েরা এবং তার ছেলে হাসিব প্যাদাও বসবাস করে। বাড়ির বিভিন্ন বিষয়ে জসিম প্যাদা গং তাদের শত্রু মনে করে। শত্রুতার রেশে হাসিব প্যাদা তার নাবালিকা ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া মেয়ের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খারাপ ভাষা ব্যবহার ও অশ্লীল আচরণ করত। গত ২৪ ফেব্রুয়ারি হাসিব প্যাদা ওই শিশুরটির সাথে একই আচরন করতে শুরু করলে শিশুটির মা মোসাঃ রেকসনা বেগম ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন সন্ধ্যাবেলা উত্ত্যক্তকারী হাসিব প্যাদা, জসিম প্যাদা সহ ছয় থেকে সাত জনের একটি দল শিশুটির ভাই শাহজাদা ও তার মা রেকসনা বেগমকে রাস্তার মধ্যে আটকে লাঠিসোটা এবং ধারালো অস্ত্র দিয়ে
বেধরক মারধোর করে। রোকসনা বেগমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। শাহাজাদার হাত ভেঙে ফেলে। এসময় তারা রোকসনার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্নের চেইন কানে থাকা ৬ আনা ওজনের কানবালা ও শাহাজাদার পকেটে থাকা ৫০০০/-টাকা নিয়া যায়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় সাত জনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় মামলা করা হয়েছে। কিন্তু পুলিশ এখনো কোনো ব্যবস্থা না নেয়ায় সকল আসামিরা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটছে ও হুমকি ধামকি দিচ্ছে। এতে সন্তানদের জীবন নিয়ে শঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। এমনকি ভয়ে বাড়িতে পর্যন্ত যেতে পারছেন না। আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ গনমাধ্যমকে বলেন, আমরা মামলা গ্রহন করেছি। প্রথমে মামলাটির দায়িত্বে যেই অফিসার ছিলেন তাকে নিয়ে মামলা দায়েরকারীর একটু আপত্তি থাকায় মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার পরিবর্তন করে দেয়া হয়েছে। বাদি বিবাদিরা একই বাড়ির। তবে যে অপরাধি তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।