আত্রাইয়ে ছাত্রশিবিরের উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: শনিবার ১লা মার্চ ২০২৫ ০৫:২১ অপরাহ্ন
আত্রাইয়ে ছাত্রশিবিরের উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান

নওগাঁর আত্রাই উপজেলায় মাহে রমজান উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আত্রাই উপজেলা শাখা। শনিবার সকাল ১১টায় আত্রাই ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির আত্রাই উপজেলা শাখার সভাপতি মো. মতিউর রহমান শাহিনের নেতৃত্বে অভিযানটি অনুষ্ঠিত হয়।


অভিযানে অংশগ্রহণকারী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির আত্রাই উপজেলা শাখার সেক্রেটারি মো. মনোয়ার হোসেন, অফিস সম্পাদক মো. শাহিনুর ইসলাম, কর্মী তানভীর হোসেন, মোহাম্মদ নিহাল ইসলাম, মো. সিয়াম, সিহাবসহ উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল কর্মীবৃন্দ।


অভিযানটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একে একে সবাই আত্রাই ব্রিজ ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালান। তারা বিভিন্ন রাস্তা, ফুটপাত, সড়ক ও পাড়া-মহল্লায় পরিস্কারতা নিয়ে কাজ করেন। এ কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং রমজানের পবিত্রতা রক্ষার জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করার লক্ষ্য ছিল।


এই ধরনের উদ্যোগ জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করে এবং মানুষকে পরিবেশ ও স্বাস্থ্য সচেতন করতে উৎসাহিত করে। ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি আরও জোরদার করবেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করবেন।