গণতন্ত্র রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি: আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৯ অপরাহ্ন
গণতন্ত্র রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি: আরিফুল হক চৌধুরী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “আমরা আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন যত বিলম্ব হচ্ছে, রাজনৈতিক সংকট ততই বাড়ছে।”


সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে বিএনপির আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ফ্যাসিবাদের দোসরদের চক্রান্ত প্রতিহত করা এবং একটি গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন জরুরি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।


সমাবেশের সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও জেলার সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


বিএনপি নেতারা বলেন, “স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জাতীয় সংকট সমাধান করা যাবে না। দেশ চালায় জাতীয় সংসদ, আইন প্রণয়নও হয় সংসদ থেকে। ফলে জাতীয় সংসদ নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে সচল করতে হলে একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।”


বক্তারা আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। সরকারকে অবশ্যই বাজার ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।


সমাবেশে বিএনপি নেতারা আরও বলেন, “বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় টিকে থাকার জন্য নানা চক্রান্ত করছে। জনগণের অধিকার আদায়ে আমরা রাজপথে থাকব এবং গণতন্ত্র পুনরুদ্ধার করব।”