বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে এ কর্মসূচি পালিত হবে। বিকেল চারটায় পল্টন মোড়ে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের অভিযোগ, এ টি এম আজহারুল ইসলাম দীর্ঘ ১৩ বছর ধরে কারাগারে রয়েছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। অসুস্থ হলেও তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়নি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ৬ মাস ৯ দিন পার হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। অথচ দেশবাসী আশা করেছিল, তিনি স্বৈরাচারমুক্ত বাংলাদেশে মুক্তি পাবেন।
তিনি দাবি করেন, বিচারিক কার্যক্রমগুলো প্রশ্নবিদ্ধ এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত। এটি শুধু রাজনৈতিক প্রতিহিংসার অংশ।
জামায়াত নেতা বলেন, এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা অন্যায় ও জুলুম। এটি গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী।
তিনি দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণকে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান। জামায়াত এই আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।