দেশে নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে জামায়াত : মুয়াযযম হোসাইন হেলাল

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ১৯শে জানুয়ারী ২০২৫ ০৬:২০ অপরাহ্ন
দেশে নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে জামায়াত : মুয়াযযম হোসাইন হেলাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মূল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণে কাজ করা। বাংলাদেশে রাজনৈতিক ধারায় নানা ধরণের পরিবর্তন ঘটছে এবং হচ্ছে। জামায়াতে ইসলাম একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে, যা দেশের ভবিষ্যৎকে বদলে দিতে সক্ষম হবে। আগামী ২১ জানুয়ারির কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দলের রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন। বরিশালে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন এবং তার প্রস্তুতি বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি। 


রবিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর সদরোডস্থ একটি রেস্তোরায় আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল আরও বলেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন চায় না, বরং একটি চরিত্রের পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে। তিনি জানান, ৫৩ বছর ধরে জামায়াতে ইসলামী রাজনৈতিক সেবক তৈরি করেছে, যারা দেশপ্রেমে নিবেদিত ও নিষ্ঠাবান। তিনি বিশ্বাস করেন, যদি সবাই মিলে ইতিবাচক পরিবর্তন আনে, তবে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর দেশটির যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও, দক্ষিণাঞ্চলের সড়ক ব্যবস্থা এখনও উন্নত হয়নি। জামায়াতে ইসলামী বিশ্বাস করে, বাংলাদেশে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, এবং আল্লাহর বিধান মেনে দেশকে একটি কল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে হবে।


২১ জানুয়ারির সম্মেলনটি বৃহত্তম সম্মেলন হবে জানিয়ে বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, এদিন নগরবাসীর কিছু কষ্ট হবে, তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের কষ্ট লাঘব করার। তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনে আগত কর্মী, প্রতিনিধি এবং সমর্থকরা একটি সুন্দর প্রোগ্রাম উপভোগ করবেন।


বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার তাঁর বক্তব্যে বলেন, গত ১৬-১৭ বছর ধরে সাধারণ মানুষ তাদের মত প্রকাশ করতে পারছে না, যা অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, জামায়াতে ইসলাম দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এবং দেশ গঠনের লক্ষ্যে কাজ করবে। তিনি দৃঢ়ভাবে বলেন, জামায়াতে ইসলাম কখনো পিছু হটবে না এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।


মতবিনিময় সভার পর নেতৃবৃন্দ কর্মী সম্মেলন সফল করতে প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।